মিসরের অ্যালেক্সান্দ্রিয়ায় বিস্ফোরণে দু’জন নিহত

0
298

খবর৭১:মিসরের উপকূলীয় অঞ্চলের শহর অ্যালেক্সান্দ্রিয়ায় বিস্ফোরণে অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পুলিশের এক সদস্য রয়েছে। শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা দাবি করেছেন।

শনিবার স্থানীয় সময় বিকেলের দিকে অ্যালেক্সান্দ্রিয়ার রুশদি শহরের তোলিপ রেস্টুরেন্টের কাছে ওই বিস্ফোরণ ঘটেছে। মিসরের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলছে, শহরটিতে অ্যালেক্সান্দ্রিয়ার নিরাপত্তা প্রধান মোস্তফা আল নেমর’র মোটরগাড়ির শোভাযাত্রার কাছে বিস্ফোরণ হয়েছে।

সূত্রটি বলছে, মোটরগাড়ির শোভাযাত্রা বহরের কাছের এ বিস্ফোরণে অন্তত আরো চারজন আহত হয়েছেন। হামলাকারীরা গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

অ্যালেক্সান্দ্রিয়ার নিরাপত্তা প্রধান মোস্তফা আল নেমরের বরাত দিয়ে মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা বলছে, বিস্ফোরণে একজন পুলিশ সদস্য ও এক গাড়ি-চালক মারা গেছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, আল-নেমরকে হত্যার চেষ্টায় ওই হামলা হয়েছে। মিসরের সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রফিক হাবিব বলেছেন, হামলাকারীরা চরমপন্থী একটি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বলে তিনি সন্দেহ করছেন। যদিও কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, নির্বাচনের আগে আগে এ বিস্ফোরণের উদ্দেশ্য হচ্ছে ভোটারদের মাঝে আতঙ্ক তৈরি করা।

সাবেক এই মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি না, এটি নির্বাচনের ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে। আমি নিশ্চিত, প্রচুর মানুষ ভোট দিতে যাবেন। অ্যালেক্সান্দ্রিয়ার বাসিন্দারা বিস্ফোরণ স্থলে ধোঁয়া উড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here