মিশর গেলেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান

0
338

খবর৭১: তিন দিনের সফরে মিশর গেলেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। ক্রাউন প্রিন্সের দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর। রোববার কায়রোতে ক্রাউন প্রিন্সকে লাল গালিচা অভ্যর্থণা জানান মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস সিসি।

এর আগে সিসির কার্যালয় থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, সৌদি যুবরাজ রোববার মিশর পৌঁছাবেন এবং তিনি সেখানে তিনদিন থাকবেন। এরপর তিনি ৭ মার্চ ব্রিটেনে এবং ৯ মার্চ আমেরিকা যাবেন। মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুরসি সরকারকে ২০১৩ সালে উৎখাত করে জেনারেল সিসিকে ক্ষমতায় আনে সৌদি আরব। সেই থেকে সৌদি আরব ও মিশরের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে যে সাামরিক আগ্রাসন চালাচ্ছে মিশর সে আগ্রাসনের গুরুত্বপূর্ণ অংশীদার। এছাড়া, আরেক প্রতিবেশী কাতারের ওপর সৌদি আরব যে সর্বাত্মক অবরোধ আরোপ করেছে তাতেও রিয়াদের সঙ্গে রয়েছে কায়রো। বিনিময়ে সৌদি আরব মিশরের শাসককে নানা আর্থিক সুবিধা দিয়ে যাচ্ছে। সূত্র: আল আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here