মার্চ ও এপ্রিল মাসে আরও ২টি বিভাগীয় শহর এবং ৩টি জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী

0
412

খবর৭১:চলতি মার্চ ও আগামী এপ্রিল মাসে আরও দুটি বিভাগীয় শহর এবং তিনটি জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে নির্বাচনী প্রচারণার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন তিনি।

এর আগে সর্বশেষ ৩ মার্চ খুলনায় জনসভা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগ অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগীয় শহর এবং চাঁদপুর, ঠাকুরগাঁও, ও গাজীপুর জেলায় তিনি সফর করবেন। প্রতিটি সফরে জনসভার আয়োজন করবে জেলা বা মহানগর আওয়ামী লীগ। জনসভায় অংশ নিয়ে আগামী নির্বাচনে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুরোধ জানাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সূত্র আরো জানায়, আগামী ২১ মার্চ চট্টগ্রাম সফরের মধ্যে দিয়ে এই সফর শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১ এপ্রিল চাঁদপুরে, ৫ এপ্রিল ময়মনসিংহ, ২৫ এপ্রিল ঠাকুরগাঁও সফরে যাবেন তিনি।

এ ব্যাপারে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, এই দুই বিভাগীয় শহর ও তিন জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করতে যাবেন প্রধানমন্ত্রী। দলের সভাপতি জেলা বা মহানগরে যাওয়ার কারণে স্থানীয় আওয়ামী লীগের অনুরোধে তাদের আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here