মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণ চায় তুরস্ক

0
230

খবর৭১ঃ সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি তুরস্কের কাছে হস্তান্তর অথবা ধ্বংস চায় আঙ্কারা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে দেশটি।

বিশেষজ্ঞরা মনে করছে আঙ্কারার এ অবস্থান নেয়ায় সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া নিয়ে আলোচনা আরও জটিল হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার তুর্কি সমকক্ষ ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠকে বসেছেন।

এর আগে বোল্টন জানিয়েছেন, মার্কিন মিত্র ওয়াইপিজি যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি তুরস্ক দিলেই শুধু সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে তারা।

এদিকে তুরস্ক মনে করে, ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শাখা।

ডিসেম্বরে সিরিয়া থেকে দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেন।

ট্রাম্প বলেন, তাদের মিশন সফল হয়েছে। ইসলামিক স্টেট পরাজিত হয়েছে। তার এই আকস্মিক উদ্যোগে ওয়াশিংটনের কর্মকর্তা ও বিশ্বে মার্কিন মিত্রদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ায় মার্কিন মিত্র হচ্ছে ওয়াইপিজি। এ নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা চলছে।

তুরস্ক বলছে সিরিয়ায় থাকা ২২টি মার্কিন ঘাঁটি ওয়াইপিজি সন্ত্রাসীদের হাতে হস্তান্তর করা যাবে না।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here