মান্দায় ৫০ হজার ফুট নিষিদ্ধ কারেন্ট জাল আটকসহ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে জরিমানা

0
211

সুলতান আহমেদ,নওগাঁ প্রতিনিধি: প্রিয় মানুষটির জন্মদিনে প্রথমেই বাজারের লিস্টে যে পন্যটির নাম আসে তা হল “বার্থডে কেক”। অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিনের পচা-বাসি কেকগুলো ফ্রিজে রেখে ভোক্তা বা ক্রেতাদের কাছে নতুন বা টাটকা বলে চালিয়ে দেয়ার অপরাধে ২৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় মান্দার প্রসাদপুর বাজারে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর আওতায় দুটি প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়েছে।

এছাড়াও মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে চলমান বিশেষ অভিযানে আত্রাই নদী থেকে ৫০ হাজার ফুট নিষিদ্ধ কারেন্ট জাল আটক করে তা ওইদিনই ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জরিমানা আদায়কালে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম হাবিবুল হাসান, বিএনবি আইডিয়াল কলেজের অধ্যক্ষ গোলাম রাব্বানী, মান্দা থানার এস,আই সাইফুল ইসলাম এবং তার সঙ্গীয় কনস্টেবল।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here