মানবতার সেবায় রোটারি মেট্রোপলিটন অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে —দিল নাশিন মহসিন

0
355

মো. আব্দুল বাছিত
সিফডিয়া, সিলেটঃরোটারি ডিস্ট্রিক্ট গভর্নর দিল নাশিন মহসিন বলেছেন, রোটারি বিশ্বব্যাপী আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোটারিয়ানরা তাদের কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছে। রোটারি মেট্রোপলিটন ক্লাব মানবতার সেবায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্লাবের সদস্যদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে মানবতার সেবায় আরো বেশি করার জন্য আহবান জানান। পাশাপাশি রোটারি ইন্টারন্যাশনালে শক্তিশালী অবস্থান সৃষ্টি করার জন্য কাজ করতে উৎসাহিত করেন।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এ গভর্নর’র অফিশিয়াল ক্লাব ভিজিটকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ানের সভাপতিত্বে গত বৃহস্পতিবার বাদ সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি সিলেট সুরমা জোনের কো-অর্ডিনেটর পিপি এম. নূরুল হক সোহেল, ডিস্ট্রিক্ট কনফারেন্স চেয়ার রোটারিয়ান পিপি এ কে এম শামসুল হক দীপু, ডেপুটি গভর্নর রোটারিয়ান পিপি মো. কবির উদ্দিন, এসিস্ট্যান্ট গভর্নর মো. আজিজুর রহমান।
ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসাইনের স ালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইপিপি রোটারিয়ান মোহাম্মদ তওফিক বকস, পিপি নজীর আহমদ আজাদ, রোটারিয়ান পিপি মোশাররফ হোসেন জাহাঙ্গীর, পিপি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আহসান আহমদ খান, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান।
অনুষ্ঠান দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ডিস্ট্রিক্ট গভর্নর দিল নাশিন মহসিন রোটারি এবং রোটারি ক্লাবের সদস্যদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি মানবতার সেবায় রোটারি মেট্রোপলিটন ক্লাবকে আরো গতিশীল করার পাশাপাশি গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। পরে ক্লাব প্রেসিডেন্ট সভার ঘোষণা দেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান আহসান আহমদ খান, রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান তানভীর বকস এবং জাতীয় সংগীতে নেতৃত্ব দেন পিপি মোশাররফ হোসেন জাহাঙ্গীর। অনুষ্ঠানে চারজন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই মেশিন তুলে দেন ডিস্ট্রিক্ট গভর্নর দিলনাশিন মহসিন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা এবং শেষে গুরুত্বপূর্ণ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী। গভর্নর’স ক্লাব ভিজিট উপলক্ষে ক্লাবে একজন নতুন সদস্য ইনডাক্ট করা হয়। ব্যাংকার মো. মুদাব্বির আহমদকে রোটারি পিন পরিয়ে ক্লাবে অন্তর্ভূক্ত করেন ডিস্ট্রিক্ট গভর্নর দিলনাশিন মহসিন। এছাড়া ক্লাব প্রেসিডেন্ট রোটায়িার আবু সুফিয়ান বিগত দিনে সম্পন্ন প্রজেক্টগুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। এছাড়া ক্লাব সদস্যরা ক্লাবের বিভিন্ন সার্ভিস নিয়ে বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডা. নওশীন এঞ্জেলা, রোটা. পিপি মো. ফারুক আহমদ, রোটা. পিপি কাজী মঈনুল ইসলাম হেলাল, ভাইস প্রেসিডেন্ট রোটা. সাইফুর রহমান খোকন, রোটা. মো . তোফাজ্জুল হোসেন, রোটা. আব্দুর রহমান জামিল, রোটা.আব্দুল বাছিত, রোটা. দেওয়ান রুশো চৌধুরী, রোটা. ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, রোটা. রেজাউল করীম, রোটা. কাজী আব্দুল জলিল খান, রোটা. ফয়সল আহমদ, রোটা. মো. নিজাম উদ্দিন, রোটা. এডভোকেট আজিম উদ্দিন, রোটা. তাজ উদ্দিন খান, রোটা. আহমদ ইয়াহইয়া সাদী, রোটা. মো. আসাদুজ্জামান রনি, রোটা. এডভোকেট আসমা বেগম, রোটা. রাহাত আফিয়া মিলি, রোটা. সুলতানা চৌধুরী, রোটা. জাফর তাইয়ার।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here