মাথায় স্কার্ফ পরে প্রতিনিধি পরিষদে ঢুকতে চান ইলহান ওমর

0
264

খবর৭১ঃ মার্কিন প্রতিনিধি পরিষদে মাথায় স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার আহ্বান জানাবেন বলে জানিয়েছেন সদ্য নির্বাচিত মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমর।

দেশটির সবচেয়ে বড় মুসলিম অধিকার সংস্থাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এত সময়ের সোমালি শরণার্থী এবার মার্কিন কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইলহান।

টুইটারে তিনি বলেন, কেউ এসে আমার মাথায় স্কার্ফ পরিয়ে দেননি। আমি নিজেই পরেছি। এটি আমার পছন্দ, যেটি প্রথম সংশোধনীতে সুরক্ষিত।

ধর্মীয় রীতি অনুসারে ইলহান ওমর মাথায় স্কার্ফ পরেন। দেশটির ১৮১ বছরের রীতি অনুসারে কংগ্রেসে বক্তব্য দিতে হলে তাকে এই স্কার্ফ খুলতে হবে। মাথায় স্কার্ফ পরে তিনি কংগ্রেসে ঢুকতেও পারবেন না।

মাথায় স্কার্ফ না পরার বিধান পরিবর্তন করতে ডেমোক্র্যাটিক পার্টির এক প্রস্তাবেরও সহ-লেখক তিনি। প্রস্তাবটির লেখকদের মধ্যে রয়েছেন- ডেমোক্র্যাটিক পার্টির নেতা ন্যানসি পেলোসি ও জিম ম্যাকগভার্ন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here