মাটিকাটা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত

0
268

খবর৭১ঃ রাজধানীর মাটিকাটা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শফিকুল ইসলাম শফিক এক যুবক নিহত হয়েছেন, যিনি নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার দিবাগত রাতে মাটিকাটা এলাকার একটি বাড়িতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শফিকুলকে গ্রেপ্তার করতে বাড়িটিতে গিয়েছিল র‌্যাব-১১ এর সদস্যরা।

র‌্যাব জানায়, রাতে মাটিকাটা এলাকায় পাঁচতলা ভবনটি তল্লাশি করে র‌্যাব সদস্যরা ছাদে গেলে সেখানকার চিলেকোঠার একটি কক্ষ থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে শফিকুল গুলিবিদ্ধ হয়। গোলাগুলিতে নূর আলম নামে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে প্রদীপ ও ফারুক নামে দুজনকে আটক করা হয়। এছাড়া তিনটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি ও অসংখ্য গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ অবস্থায় শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল রাত একটার পর তার মৃত্যু হয়।

শফিকুল নরসিংদীর অপরাধীদের তালিকায় এক নম্বর আসামি ছিলেন বলে জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

শফিকুলের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা, চারটি অস্ত্র মামলাসহ অন্তত এক ডজন মামলা রয়েছে।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here