মাগুরা পলি ক্লিনিকে সন্তান বদলের অভিযোগ

0
347

স্বপন বিশ্বাস মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের পলি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নবজাতক বদলের অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে ছেলে সন্তান পাল্টে এক প্রসুতিকে মেয়ে ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে ক্লিনিক মালিক ও সিজারকারী চিকিৎসক ডাক্তার মুক্তাদির রহমান ক্যামারের সামনে কোন সদুত্তর না দিয়ে উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। মাগুরা সদরের নরসিনহাটি গ্রামের সাগর হোসেন অভিযোগ করেন, সন্তান প্রসবের জন্য তিনি তার স্ত্রীকে শহরের পলি ক্লিনিকে নিয়ে আসেন। এর আগে তিনি তার স্ত্রীকে তিনবার আল্ট্রানোগ্রামের মাধ্যমে নিশ্চিত হন তাদের ছেলে সন্তান হবে। সিজারের পর ওটি থেকে আয়া তাদের ছেলে সন্তান হয়েছে বলে মিষ্টি খাওয়ার জন্য বকশিশের টাকাও নেন। কিন্তু পরে তাদের একটি মেয়ে সন্তান ধরিয়ে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানতে পারেন, ডাক্তার মুক্তাদির রহমান একই সময় ওটিতে তিনটি সিজার করেন। যার মধ্যে দুইটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম হয়। ডাক্তার ও আয়ারা অর্থের বিনিময়ে তাদের পুত্র সন্তান পাল্টিয়ে অন্যর কন্যা সন্তান ধরিয়ে দিয়েছেন। এ ব্যাপারে তিনি মাগুরা সদর থানায় মৌখিক অভিযোগ করেছেন। আজ মামলা করবেন বলে জানান।
সদর থানার ওসি তদন্ত মাহবুবু আল হাসান জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here