মাগুরায় ৪১ জন প্রান্তিক কৃষকের মধ্যে ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক

0
402

স্বপন বিশ্বাস মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়ন পরিষদ চত্বরে বিকালে অগ্রণী ব্যাংকের উদ্যোগে স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক শোয়েব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, জেলা পরিষদ চেয়াম্যান পঙ্কজ কুন্ডু, অগ্রনী ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যস্থাপক সিপিসিআর এমডি আব্দুস সালাম মোল্লা, খুলনা সার্কেলের মহা ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র, খুরশিদ হায়দার টুটুল, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার উপ-মাহব্যস্থাপক মোঃ আমজাদ হোসেন খান, আঠারখাদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস। অনুষ্ঠানে পাওয়ার টিলার, ইজিবাইক, গাভি ক্রয়সহ বিভিন্ন ফসল উৎপাদনের জন্য ৪১ জন প্রান্তিক কৃষকের মধ্যে ১৫ লাখ ৮৮ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
অগ্রনী ব্যাংক লিমিটেড মাগুরা, শ্রীপুর ও হাজীপুর শাখা এই ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজকরা জানান, অগ্রনী ব্যাংক কৃষকদের মধ্যে মসলা জাতীয় ফসল উৎপাদনের জন্য শতকরা ৪ শতাংশ, গাভী ক্রয়ের জন্য সাড়ে শতকরা ৪.৫ শতাংশ ও শতকরা ৯ শতাংশ হারে সহজ শর্তে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শস্য ঋণ বিতরণ করছে। ফলে দেশে বিভিন্ন ফসলের উৎপাদন বেড়েছে। যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here