মাগুরায় প্রেমিক প্রেমিকার আত্মহত্যা

0
239

স্বপন বিস্বাস মাগুরা প্রতিনিধি:
প্রেমিকার আত্মহত্যার তিন দিনের ব্যবধানে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামে রিপন শিকদার (২৫) নামের এক উপ সহকারী কৃষি কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রিপন ও তার প্রেমিকা প্রীতি কনা বিশ্বাস (২৪) দুজনই মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। রিপনের বাড়ি মাগুরার মহম্মদপুরের রাজাপুর ও প্রীতির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার চিলগাড়ি গ্রামে। রাজাপুর ইউনিয়ন পুলিশ ক্যাম্প ইন চার্জ আব্দুল খালেক জানান, রিপন ও প্রীতির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মনমালিন্য ও পারিবারিক দ্বন্দ্বে এক মাস আগে প্রীতি ভিক্সল জাতীয় তরল ডিটারজেন্ট পান করে অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ ২৮ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত ২৩ এপ্রিল মারা যান তিনি। এই শোক সইতে না পেরে রিপন বাড়ির নিকটবর্তী একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রিপনের বাবা নির্মল শিকদার ও প্রীতির বাবা অমল বিশ্বাসের সঙ্গে আলাপ করে রিপন ও প্রীতির সম্পর্কের সত্যতা মিলেছে। তবে তারা জানিয়েছেন পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে নিয়ে আগামী শ্রাবণ মাসে বিয়ের দিন ঠিক করেছিলেন তারা। তবু কেন তারা এ দুঘর্টনা ঘটালেন বুঝতে পারছেন না তারা। ফরিদপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কৃষি ডিপ্লোমা ডিগ্রি নিয়ে তারা ২০১৭ সালে সরকারি ওই চাকরি নিয়েছিলেন বলে উভয়ের পরিবার জানায়।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here