মাগুরার মহম্মদপুরে ডাকাতির সময় গৃহবধুকে কুপিয়ে যখম

0
292

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের সালধা গ্রামে শনিবার দিবাগত রাত ২টার দিকে একটি পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পাবেঁধে স্বর্ণ ও নগদ অর্থ সহ ২ লক্ষাদিক টাকা ডাকাতি করে নিয়ে গেছে দূর্বত্তরা। এসময় ডাকাতরা ইসমত আরা(৪০) নামের এক গৃহবধুকে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালধা গ্রামে এনামুল নামে কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়েছে। ছুটিতে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।এনামুল হক বলেন, ঘটনার রাতে তিনি বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমিয়ে পড়ছিল হঠাৎ ঘুম ভেঙ্গে দেখতে পান ৫-৭ অপরিচিত লোক তার হাত পাদড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে এবং তার বুকে ও গলায় অস্ত্র ঠেকিয়ে চিৎকার করতে নিষেধ করে। পাশের রুমে থাকা তার বৃদ্ধ মা ও তার ছেলেকে ডাকাত সদস্যরা ধরে তার রুমে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একই ঘরে আরেকটি কক্ষে তার স্ত্রী ইসমত আরা ও ছোট ছেলে ঘুমচ্ছিল । তার ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে ছেলেকে তার কোল থেকে নিয়ে একটি কক্ষে পরিবারের সকলকে জিম্মি করে। পরে মুখোশ পরা সংঘবদ্ধ দলটি স্বর্ণ-অলংকারসহ প্রায় ২ লক্ষাদিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতরা ঘর থেকে বের হয়ে গেলে বাকি সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে। অচেতন অবস্থায় পড়ে থাকা ইসমত আরা কে উদ্ধার করে ওই রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।মহম্মদপুর থানার ওসি(তদন্ত) মো: নুরুজ্জামান জানান, ডাকাতি নয় এটি একটি চুরির ঘটনা। তবে বাড়ির মালিক পক্ষ টের পাওয়ায় কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রন্তুতি চলছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here