মমতা ভোটে জেতার জন্য শিশুসুলভ আচরণ করছেন: নরেন্দ্র মোদী

0
305

খবর৭১ঃ আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাল হাওয়া বইছে। শীর্ষ নেতাদের বাক্যবাণে প্রতিদিন বিদ্ধ হচ্ছে বিরোধী শিবিরগুলো। কেউ কাউকে পারতপক্ষে এক তিল ছাড় দিতে রাজি নয়। এরই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মততা বন্দ্যোপাধ্যায়ের ঘুমের খবর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার (৭ এপ্রিল) কুচবিহারের রাশমেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মমতার প্রতি ইঙ্গিত করে নরেন্দ্র মোদী বলেন, ‘আপনারা যত বেশি ‘মোদী মোদী’ স্লোগান দেবেন তত বেশি অন্যদের ঘুম হারাম হবে। আপনারা কি জানেন- দিদি (মমতা) এখন রাতে ঘুমোতে পারেন না। দিদির চোখে ঘুম আসে না। দিদির ঘুম হারাম হয়ে গেছে।’

এসময় আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের উন্নয়নের ‘স্পিড ব্রেকার’ উল্লেখ করেন মোদী।

বিজেপি প্রধান বলেন, ‘ভোটে পরাজয়ের ভয়ে উনি (মমতা) এখন আমার কর্মকর্তা ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছেন।’

মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়ে তাদেরকে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছেন মন্তব্য করে মোদী আরও বলেন, ‘মমতা দিদি পশ্চিমবঙ্গের মানুষদের তৃণমূলের দুর্বৃত্তদের হাতে সপে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে হ্রাস করেছেন তিনি।’

মোদী মূলত পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী বলতে ‘বাংলাদেশি অবৈধ অভিবাসীদের’ বুঝিয়েছেন।

তিনি বলেন, ‘মমতা সারদা, রোজভ্যালি ও নারদা দুর্নীতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছেন। উন্নয়নকে স্পিড ব্রেকারে আটকে দিয়েছেন।’ ভোটের মধ্য দিয়ে জনগণ এবার এসবের জবাব দেবে বলেও মনে করেন মোদী।

বিজেপির সমাবেশে তৃণমূলের বিঘ্ন ঘটানোর প্রয়াসের সমালোচনা করে মোদী বলেন, ‘এই সমাবেশে আরও ব্যাপক জমায়েত হতো। কিন্তু দিদি বাধা হয়ে দাঁড়িয়েছেন। উনি ভোটে জেতার জন্য শিশুসুলভ আচরণ করছেন।’

এ প্রসঙ্গে মোদী আরও বলেন, ‘দিদি ‘মাটির’ সঙ্গে প্রতারণা করেছেন। ‘মানুষের’ আশাকে ভেঙে দিয়েছেন।’

সভায় জনগণের উদ্দেশ্যে মোদী বলেন, ‘আবারও ক্ষমতায় এলে আমরা ফোনকল চার্জমুক্ত করে দেবো। ইন্টারনেটের দাম বিশ্বের যেকোনও দেশের চেয়ে কম করে দেবো।’
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here