মনোনয়ন বাতিল, যা বললেন ইমরান সরকার

0
254

খবর৭১ঃগণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।

রাজীবপুর, রৌমারী ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন ইমরান এইচ সরকার।

মনোনয়ন বাতিলের প্রতিবাদ জানিয়েছেন ইমরান সরকার।তিনি বলেছেন, মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন।

রোববার সকালে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন ইমরান সরকারের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তার অফিসসূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। ইমরান এইচ সরকারের এ সম্পর্কিত তথ্যে ঘাটতি রয়েছে। তাই জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

তবে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ইমরান এইচ সরকার। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, খোঁড়া অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তালিকায় দেয়া আমাদের সমর্থক ভোটারদের সংখ্যায় কোনো ঘাটতি নেই। হয়তো ক্রমিক সংখ্যায় ভুল থাকতে পারে, যা সংশোধনযোগ্য।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here