মধ্যম বাজেটে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন আনল হুয়াওয়েই অনার

0
514

খবর ৭১:চীনা স্মার্টফোন কম্পানি হুয়াওয়েইর সাব ব্র্যান্ড অনার বুধবার ভারতের বাজারে মধ্যম বাজেটের মধ্যেই দুর্দান্ত সব ফিচারের অনার ৯ লাইট নামের একটি স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটি ২১ জানুয়ারি থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে।

গত বছরের ২৬ ডিসেম্বর ফোনটি চিনের বাজারে এসেছিল।
অনার ৯ লাইট নামের এই ফোনটি হুয়াওয়েইর সর্বশেষ মধ্যম বাজেটের ফোন। ফোনটিতে আছে ৫.৬৫ ইঞ্চির, ২১৬০x১০৮০ পিক্সেল, ১৮:৯ ‘ফুলভিউ’ এলসিডি ডিসপ্লে। ফোনটির সামনে এবং পেছনে ১৩ পিক্সেলের দুটি ক্যামেরা আছে। এছাড়া উভয় পাশে ২ মেগাপিক্সেলের একটি করে সেকেন্ডারি ক্যামেরাও আছে। মোট চারটি ক্যামেরা আছে ফোনটিতে।

এর প্রসেসরটি হলো ২.৩৬ গিগাহার্টজ কিরিন ৬৫৯। র‌্যাম ৩জিবি/৪জিবি সাথে ৩২/৬৪জিবি স্টোরেজ। ব্যাটারি ৩০০০ এমএএইচ।

ভারতের বাজারে ফোনটির দাম রাখা হচ্ছে ১১ হাজার থেতে ১৫ হাজার টাকা।

আর বাংলাদেশের বাজারে ফোনটির দাম পড়তে পারে প্রায় ১৮ থেকে ২২ হাজার টাকা।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here