মঈন-আদিল ইংল্যন্ড দলের মদের পার্টি এড়িয়ে গেলেন

0
312

খবর ৭১:  ধর্মপ্রাণ মুসলমান হিসেবে ইংলিশ অলরাউন্ডার মঈন আলির বেশ ভালোই পরিচিতি রয়েছে। ধর্মীয় রীতি-নীতি যতোটা সম্ভব মেনে ক্রিকেট খেলার চেষ্টা করেন মঈন। তার সাথে এবার যোগ হলেন আরেক মুসলিম খেলোয়াড় আদিল রাশিদ। মঙ্গলবার রাতে কেনিংটন ওভালে দুজন মিলে স্থাপন করলেন ধর্ম ভীরুতার দৃষ্টান্ত।

ওভাল টেস্টে রোমাঞ্চ জাগিয়েও ১১৮ রানে হেরে যায় ভারত। সিরিজের ৪ ম্যাচে জিতে ৪-১ ব্যবধানে সিরিজের ট্রফি পায় স্বাগতিক ইংল্যান্ড। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরে ট্রফি নিয়ে উল্লাহসে মেতে ওঠে ইংলিশ দলের খেলোয়াড়রা। স্বাভাবিকভাবেই তাদের উদযাপনের অংশ ছিল বিভিন্ন মদের বোতল।

কিন্তু বিয়ার ও শ্যাম্পেন নিয়ে এ উদযাপন জায়েজ নেই মঈন-আদিলের ধর্মে। তাই সতীর্থ খেলোয়াড়রা যখন মদের বোতল নিয়ে আসেন খোলার জন্য, ছিটিয়ে উদযাপন করার জন্য তখন নীরবেই সেখান থেকে সরে একটু দূরে দাঁড়ান মঈন আলি ও আদিল রাশিদ। দূরে দাঁড়িয়েই উপভোগ করেন সতীর্থদের উদযাপন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here