ভোলায় যৌন নির্যাতনের অভিযোগে কাজির বিরুদ্ধে মামলা

0
239

খবর ৭১ ভোলা প্রতিনিধি;
ভোলায় কাজি অফিসে তালাক নামা নিতে এসে কাজির হাতে এক নারী যৌন নির্যাতনের স্বীকার হয়েছে বলে অভিযোগ উঠেছে কাজি মো. জাকির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ৪ জুন বুধবার ভোলা সদর মডেল থানায় ভিকটিম নিজে বাদী হয়ে যৌন নির্যাতনের অভিযোগে কাজি মো. জাকির হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১৩/৪৭৫। এদিকে মামলা উঠিয়ে নিতে কাজি জাকির বিভিন্ন ভাবে বাদীকে হুমকিÑধামকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন নির্যাতিত নারী।
মামলা সূত্রে জানাযায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা এলাকার এক গৃহবধু তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বুধবার দুপুরের দিকে তার ভাইকে নিয়ে ভোলা শহরের আদালতের সামনে সামসুদ্দিন মিয়ার মার্কেটের কাজি মো. জাকির হোসেনের কাছে তালাকের কাজে আসে। পরে তালাকের কাজ শেষ করে ওই নারীর ভাই তাকে কাজি জাকির হোসেনের অফিসে রেখে তালাক নামা নিয়ে আদালতে যায়। এসময় কাজি জাকির ওই নারীকে একা পেয়ে কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় কাজি জাকির তার মুখ চেপে ধরে তাকে জোড়পূর্বক যৌন নির্যাতনের চেষ্টা চালায়। পরে সে ডাক-চিৎকার দিলে আশ পাশের লোকজন চলে আসলে জাকির তাকে ছেড়ে দেয়। এবং এ ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় জাকির।
এর আগেও জাকির কাজির লেবাসে বিভিন্ন সময়ে তার অফিসে আসা নারীদের যৌন হয়রানি করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা মশিউর রহমান পিংকু জানান, কাজি জাকির হোসেন তার কাজি অফিসে এর আগেও নারী ঘটিত অনেক অপকর্ম করেছেন। যার কারনে তার বিরুদ্ধে মামলাও রয়েছে।
এ ব্যাপারে কাজি মো. জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার পেশাগত কাজি হিসেবে ১৬ বছরের কাজে এ ধরনের কোনো ঘটনা নেই। এখন আইন তাদের পক্ষে তাই তারা যা বলে তাই হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here