ভেদরগঞ্জে প্যাসিফিক স্কুল ও উপজেলা প্রশাসনের বর্ষবরন

0
374

ভেদরগঞ্জ (শরীয়তপুর) :

ভেদরগঞ্জের প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে আজ শনিবার সকাল ৮টায় একটি মঙ্গল শোভাযাত্রা র‌্যালি বের হয়।

উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি আবার প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলে এসে সকল শ্রেণি পেশার লোকজন নিয়ে পান্তা ভোজ অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ। এছারাও উপজেলা পরিষদ চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এসিল্যান্ড, জেলা পরিষদ সদস্য, প্রাণীসম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, পরিবার পরিকল্যান কর্মকর্তাবৃন্দ।

এছারাও আজ সন্ধ্যায় উপজেলা প্রাশাসন, ভেদরগঞ্জ, শরীয়তপুর ও শিল্পকলা একাডেমি, ভেদরগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠিত হবে বৈশাখি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে উল্লেখিত ব্যাক্তিবর্গ ছারাও উপস্থিত থাকবেন- প্রকৌশলী কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা,বিভিন্ন ব্যাংক কর্মকর্তাবৃন্দ, পৌরসভা মেয়র।

উল্লেখ্য, বাঙালি ঐতিহ্য হিসেবে পালকি, কৃষকসহ অন্যান্য সংস্কৃতির আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here