ভূস্বর্গে’ ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

0
271

খবর৭১:পৃথিবীর ভূস্বর্গ বলে খ্যাত ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৫ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার রাতে ওই ভূমিকম্পটি আঘাত হানে।

তবে ভূমিকম্পের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, শনিবার রাতে রাজ্যটির বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

প্রসঙ্গত, কাশ্মীর উপত্যকা বিশ্বের অন্যতম একটি ভূমিকম্প প্রবণ এলাকা। অতীতে কাশ্মীর উপত্যকায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। এর আগে, ২০০৫ সালের ৮ অক্টোবর ৭ দশমিক ৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৪০ হাজারের বেশি মানুষ নিহত হন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here