ভুল প্রতীকে ভোট, আঙুল কেটে প্রায়শ্চিত্ত

0
442

খবর৭১ঃ পছন্দ ছিল বহুজন সমাজ পার্টির (বসপা) হাতি প্রতীক, কিন্তু ভোট দিয়ে দিলেন বিজেপির পদ্মফুলে। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে নিজেরে শাস্তি নিজেই নির্ধারণ করলেন। কেটেই ফেললেন নিজের আঙুল।

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এমন অদ্ভুত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে। এমন ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, ইভিএমে বহুজন সমাজ পার্টির (বসপা) হাতি প্রতীকে বোতাম টিপতে গিয়ে ভুল করে বিজেপির প্রতীক পদ্মফুলে চাপ পড়ে যায় শিকারপুরের আবদুল্লাপুর হালসানা গ্রামের দলিত যুবক পবন কুমারের। ফলে জোট প্রার্থী যোগেশ ভার্মার জায়গায় ভোট পড়ে বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের ঝুলিতে। ।

এলাকাবাসী জানায়, ভুল করে ভোট দিয়ে এসে বহুজন সমাজ পার্টির ওই সমর্থক খুবই অনুতপ্ত হন পবন। শুধু তাই নয়, বাড়িতে এসে কাস্তে দিয়ে নিজের বাঁ হাতের আঙুল কেটে ফেলেন পবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here