ভীমখালীর ইউনিয়ন হাওর রক্ষা বাঁধের কাজ শুরু

0
509

খবর৭১:জামালগঞ্জ প্রতিনিধি :জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে পাগনার হাওর উপ-প্রকল্পের আওতায় উজ্জলপুর ক্লোজারের বিকল্প বাঁধ ইসলামপুর হইতে উজ্জলপুর পর্যন্ত কাজের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহি অফিসার শামীম আল ইমরান।জানা যায়,গত বছর এই বাঁধটিতে পিআইসি সময়মত সঠিক কাজ না করায় বাঁধটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে।তখন এলাকাবাসী হাওর রক্ষার স্বার্থে সেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধে দিন রাত কাজ করে আটকানো হয়।বর্ষায় বন্যা দেখা দিলে স্হানীয় লোকজন মাটি দিয়ে বাঁধটি আটকিয়ে রাখে।সম্প্রতি সুরমা নদীর ভাঙ্গন দেখা দেওয়ার বিকল্প ব্যবস্হা নেওয়া হয়েছে। উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন মনিটরিং কমিটির সিদ্বান্ত মোতাবেক একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প নং ৫০,প্রকল্প বাস্তবায়ন (পিআইসি)কমিঠির চেয়ারম্যান করা হয়েছে ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, প্রকল্পে সদস্য সচিব ৫নং ইউপি সদস্য আব্দুল ওয়াকিব,অন্যান্য সদস্যগণ হলেন নবাব মিয়া,এমদাদ মিয়া,মজিবুর রহমান।প্রকল্পে এরিয়া চেইনিজ হিসাবে পাগনার হাওর উপ-প্রকল্পের কি:মি:৫৬.৯০১হতে৫৬.৯২১,কি:মি:৫৮.২২৪হতে৫৮.২৩৯,কি:মি:৬২.৪০৩হতে৬২.৪১৭,কি:মি:৬৪.০০০হতে৬৪.০১৫,কি:মি:০.০০০হতে০.১৫৫(উজ্জলপুর ক্লোজার)=০.৩১৯কি:মি:ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরন ও মেরামত কাজ।প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২লক্ষ টাকা।বাঁধটিতে সঠিক ভাবে কাজ করার দাবি এলাকাবাসীর।এসময় উপস্হিত ছিলেন পাউবোর উপ-সহকারি কর্মকর্তা নিহার রঞ্জন দাস,ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া,ইউপি সদস্য আব্দুল ওয়াকিব প্রমূখ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here