ভিডিও কনফান্সেরের মাধমে নড়াইলে ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
207

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ৩ দিন ব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বৃহস্পতিবার (৪অক্টবর) সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের এমপি শেখ হাফিজুর রহমান। অন্যদের মধ্যে ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার,স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব রমা রাণী রায়, নড়াইল স্থানীয় সরকারের উপ-পরিচালক মনিরুজ্জামান, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসীম উদ্দিন (পিপিএম),লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, নড়াইল জেলা, সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ূব আলী, উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান সাজু খান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা),। অনুষ্ঠানে উপজেলার সকল শ্রেনীপেশার মানুষজন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার পদ্মবিলা গ্রামের পুণর্বাসিত ভিক্ষুক মোঃ ফারুক হোসেনের সাথে কথা বলেন। অনুষ্ঠানে নড়াইল জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করে প্রধানমন্ত্রীকে দেখানো হয়। মেলায় সরকারী-বেসরকারী, এনজিও এবং ঘরেঘরে বিদ্যুতায়নের অভূতপূর্ব উন্নয়ন সম্বলিতসহ মোট ৫৩ টি ষ্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে। শনিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here