ভিকারুননিসার প্রভাতী শাখার প্রধান শিক্ষক বরখাস্ত

0
405

খবর ৭১ঃ নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার প্রধান শিক্ষত জিন্নাত আরাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে স্কুলের গভর্নিং বডির সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর শান্তিনগরের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অরিত্রি অধিকারী। এ ঘটনার জন্য শিক্ষক জিন্নাত আরা দায়ী-এমন অভিযোগে আজ সকাল থেকেই বিক্ষোভ করছেন অরিত্রির সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা। এই আন্দোলনের মধ্যে সংবাদ মাধ্যমের সামনে ক্ষমা চান স্কুলটির প্রিন্সিপাল নাজনীন ফেরদৌস।
সাংবাদিকদের নাজনীন ফেরদৌস বলেন, আজ দুপুর আড়াইটার দিকে জিন্নার আরাকে সাময়িক বরখাস্তের কথা জানান স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান আশরাফ তালুকদার। সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত জিন্নাত আরাকে স্কুলের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে স্কুলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জিন্নার আরাকে স্থায়ী বরখাস্তের দাবিতে বিক্ষোভ করছে। একইসঙ্গে স্কুলের প্রিন্সিপালকেও বরখাস্ত করার দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে তারা। সকালে পরীক্ষা শেষে বেরিয়ে স্কুল চত্বরেই বিক্ষোভ শুরু করে তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও। অরিত্রির আত্মহত্যার বিচার চেয়ে বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছে তারা।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here