‘ভালো অভিনেত্রী নয়, মা আদর্শ মানুষ হওয়ার পাঠ দিয়েছিলেন’

0
261

খবর৭১ঃ মুক্তি পেয়েছে শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’। ছবিতে তার অভিনয়ও প্রশংসিত। কিন্তু এত প্রশংসার মধ্যেও মায়ের জন্য মন কাঁদে জাহ্নবীর।

গত ফেব্রুয়ারিতে শ্রীদেবীর আকস্মিক মৃত্যু থমকে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিকে। আদরের মেয়ে জানুর বলিউড ডেব্যু দেখে যেতে পারেননি তিনি। ভালো অভিনেত্রী নয়, মেয়েকে নাকি আদর্শ মানুষ হওয়ার পাঠ দিয়েছিলেন শ্রীদেবী। এমনটি জানালেন জাহ্নবী। খবর আনন্দবাজারের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবীজানান, প্রায় ৩৫০ ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী। অভিনয় ছিল তার নিঃশ্বাসের মতোই। আলাদা করে কোনোদিনই মা অভিনয় নিয়ে কিছু বলেননি। কিন্তু প্রতিদিন যা যা করতাম খুব মন দিয়ে সেগুলো দেখত।

এ মুহূর্তে মাকেই সবচেয়ে বেশি মিস করছেন জাহ্নবী। প্রথম ছবি মুক্তির পর মনে পড়ছে মায়ের কথা। তবে ‘ধড়ক’ দেখে নাকি চোখের জল ধরে রাখতে পারেননি বনি কাপুর ও খুশি। জাহ্নবীর কাছে এও এক পরম পাওয়া।

জাহ্নবীর ‘ধড়ক’ বক্স অফিসের নিরিখে ছবিটির ভালো রেজাল্ট বলেই মত ইন্ডাস্ট্রির একটি বড় অংশের।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here