ভারত থেকে শেখা দরকার পাকিস্তানের: মালিক

0
233

খবর ৭১: এশিয়া কাপের চলমান আসরে ভারতের বিপক্ষে দুটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এছাড়া আফগানিস্তানের মতো দলের সঙ্গেও বেশ কষ্ট করে জয় পেতে হয়েছে তাদের। আজ অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি পাকিস্তান। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে ভারতের ক্রিকেট খেলার ধরণ থেকে পাকিস্তানকে শেখার পরামর্শ দিয়েছেন শোয়েব মালিক।
এর আগে ভারতের বিপেক্ষে দুই হারের পর তাদের পরিকল্পনা থেকে পাকিস্তানকে শেখার কথা বলেছিলেন দেশটির কোচ মিকি আর্থার। এবার পাকিস্তান কোচের সঙ্গে সুর মিলিয়েছেন দেশেটির অভিজ্ঞ অলরাউন্ডার মালিক। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে মালিক বলেন, ‘নিজেকে তৈরি করার সময়টাতে আপনার সময় প্রয়োজন হবে। এটা আতঙ্কিত কিংবা খেলোয়াড় পরিবর্তন করার সময় নয়। আপনি অনেক খেলোয়াড় পরিবর্তন করলে নতুনদেরও অনেক সময় প্রয়োজন হবে। ভারতীয় খেলোয়াড়দের উন্নতি করার পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের। তারা বিশ্বের সেরা দল। আপনাকে খেলোয়াড়, নির্বাচক, অধিনায়ক এবং নির্বাচক কমিটিকে আত্মবিশ্বাস যোগান দিতে হবে।’
ভারতীয় দলে অভিজ্ঞ খেলোয়াড়দের কথা উল্লেখ করে মালিক বলেন, ‘বুমরাহ এবং ভুবি কিভাবে বোলিং করে তা থেকে শিখতে হবে আমাদের। ভারতীয় দল অভিজ্ঞ খেলোয়াড়ের পরিপূর্ণ। সিনিয়র খেলোয়াড়রা নিজেরা পারফর্ম করার সঙ্গে দলের জুনিয়রদের সহায়তা করে। এমনটা হলে দল সঠিক পথে পরিচালিত হবে।’
এশিয়া কাপের এবারের আসরে দারুণ খেলছেন মালিক। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচজয়ী পারফরম্যান্সের পর ভারতের বিপক্ষে শেষ ম্যাচেও তার ব্যাট থেকে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি এসেছে। পাকিস্তানের হয়ে দীর্ঘ ১৯ বছরে ২৭০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এ ক্রিকেটার।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here