ভারতে প্রশ্নফাঁসের অভিযোগে পুনরায় পরীক্ষা

0
415

খবর৭১:ভারতে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ শ্রেণির দুটি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এরপর সে বিষয়গুলোর পরীক্ষা নতুন করে নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গত সোমবার দ্বাদশ শ্রেণির অর্থনীতি বিষয়ের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বুধবার দশম শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্ন নিয়েও একই অভিযোগ পাওয়া যায়।

প্রশ্নফাঁসের অভিযোগের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষা দুটি বাতিল ঘোষণা করে নতুন পরীক্ষার ঘোষণা দেওয়া হয়।

তবে অনেকেরই অভিযোগ, পরীক্ষার আগে আগে আরও অনেক বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে। যে কারণে দশম ও দ্বাদশ শ্রেণির সব পরীক্ষাই নতুন করে নেওয়ার দাবি তুলেছে তারা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here