ভারতে গো-হত্যার প্রতিবাদে সৃষ্ট সহিংসতায় নিহত ২

0
244

খবর৭১:ভারতের উত্তর প্রদেশে ২৫টি গরুর দেহাবশেষ পাওয়ার গুজবে সৃষ্ট সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার (৩ ‍ডিসেম্বর) উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলীয় বুলন্দশহর জেলায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এই সংবাদ প্রকাশিত হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, বুলন্দশহরের স্যানা মহকুমা এলাকার মাহু গ্রামের প্রান্তীয় জঙ্গলের পাশে একটি খোলা জায়গায় ২৫টি গরুর দেহাবশেষ পড়ে থাকতে দেখা গেছে বলে গুজব রটে। স্থানীয় সময় সকাল ১১টার দিকে গোহত্যার প্রতিবাদে ডানপন্থি আন্দোলনকারী ও স্থানীয়রা বিক্ষোভ শুরু করে প্রতিবাদ জানাতে শুরু করে। জেলা হাকিম অনুজ কুমার ঝা জানান, পুলিশ অবরোধ সরাতে গেলে জনতা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় তাদের নিক্ষিপ্ত পাথরে পরিদর্শক সুবোধ কুমার সহ কয়েকজন পুলিশ আহত হন। এসময় আহত পুলিশ কর্মকর্তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় উত্তেজিত জনতা দ্বিতীয়বারের মতো তাদের আক্রমণ করে। জনতা তাদের গাড়ি ঘিরে ফেললে প্রাণ বাঁচাতে তিনি গাড়ি রেখে পালিয়ে যান। পরে ওই গাড়ির মধ্যেই তার মৃত্যু হয়। প্রায় এক ঘন্টা ধরে চলা এ সহিংসতায় স্থানীয় এক ব্যক্তিও নিহত হয়েছেন।

সহিংসতার এ ঘটনা তদন্ত করতে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুই দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here