ভারতকে আবারও আলোচনার প্রস্তাব ইমরানের

0
265

খবর৭১:ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় সংলাপ মন্তব্য করে আবারও ভারতকে আলোচনায় বসার আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার (৩০ নভেম্বর) রাতে ইসলামাবাদে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহবান জানান তিনি।

ইমরান খান বলেন, দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার মতবিরোধ নিরসন করে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে নিঃশর্ত আলোচনা। ইসলামাবাদের আলোচনার প্রস্তাবে নয়াদিল্লির পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়ার সময় এসেছে বলেও তিনি মন্তব্য করেন।

ইমরান খান বলেন, দুই দেশের সম্পর্কের উন্নতির জন্য ভারত এক পা অগ্রসর হলে পাকিস্তান দুই পা অগ্রসর হবে। কিন্তু তাদের এক পা এগিয়ে আসতে হবে। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে পাকিস্তানের নীতি নির্ধারকদের মধ্যে পূর্ণ সমঝোতা ও সমন্বয় রয়েছে বলেও দাবি করেন তিনি।

কাশ্মিরকে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে মতবিরোধের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের জনগণের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর সকল মানুষের স্বার্থে কাশ্মির সংকটের সমাধান করা প্রয়োজন।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here