ভাঙ্গায় প্রস্থাবিত অধিগ্রহনের জমি ৩ গুন ক্ষতিপ্রদানের দাবীতে মানববন্ধন

0
454

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা এলাকায় শতাধিক পরিবারের ব্যাবসা প্রতিষ্ঠান,বসতবাড়ীসহ ফ্লাইওভারের জন্য প্রস্তাবিত অধিগ্রহনকৃত জমির উপযুক্ত ক্ষতিপুরনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনকারীরা তাদের বসতবাড়ীসহ অধিগ্রহনকৃত প্রায় ১০ একর জমির ন্যায্যমুল্য ৩ গুন ক্ষতিপুরন প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।ক্ষতিগ্রস্থ কয়েকশত লোক নারী-পুরুষ নির্বিশেষে হাতে হাত রেখে বসত বাড়ীর ন্যায্যমুল্য চাইসহ নানা শ্লোগান দেয়।এ সময় মানববন্ধনকারীরা তাদের দাবী সম্বলিত বিভিন্ন ব্যনার ও প্লেকারড বহন করে।মানববন্ধন চলাকালে বেশ কিছুক্ষন মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে।সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ফরিদ খান,শ্রমিক নেতা জাহাঙ্গীর মাতুব্বর,শামীম চোকদার,মুক্তিযোদ্বা সার্জেন্ট(অবঃ)আঃরহমান,প্রানকৃজ্ঞ সরকার,লেবু মিয়া,মুকুল মিত্র,সালাহ উদ্দিন আহমেদ,বাবলু মিয়া,বাচ্চু মিয়া,মোঃ টুটুল,
শামিমা আক্তার,লাবলী ইসলাম প্রমুখ।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here