ভরসার প্রতীক মুশফিকের বিদায়

0
275

খবর৭১ঃজিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা। ২১৮ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এরই মধ্যে স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ ৭ উইকেটে ৫২২ রান তুলে ইনিংস ঘোষণা করে। নিজেদের প্রথম ইনিংসে ৩০৪ রান তুলে জিম্বাবুয়ে।

এই রিপোর্ট লেখা অবধি ১৩.১ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই বিদায় নেন ইমরুল কায়েস। কাইল জারভিসের বলে ব্রেন্ডন মাভুতার হাতে ধরা পড়ার আগে ইমরুল করেন মাত্র ৩ রান। দলীয় ৯ রানের মাথায় বাংলাদেশ প্রথম উইকেট হারায়। এক বল পরেই জারভিস বোল্ড করেন লিটন দাসকে (৬)। পরের ওভারে বিদায় নেন গত ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। ডোনাল্ড তিরিপানোর বলে উইকেটের পেছনে রেগিস চাকাভার গ্লাভসবন্দি হন মুমিনুল (১)। দলীয় ১০ রানে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়।

দলীয় ২৪ রানের মাথায় বিদায় নেন গত ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। তিরিপানোর বলে মাভুতার তালুবন্দি হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ৭ রান।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here