ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী বরখাস্ত

0
311

খবর৭১: মন্ত্রিসভার আইনভঙ্গ এবং সরকারকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ড্যামিয়ান গ্রিনকে বরখাস্ত করা হয়েছে।

ডেমিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে তার কার্যালয়ের কম্পিউটারে পর্নোগ্রাফি পাওয়ার বিষয়ে ২০০৮ সালের একটি অভিযোগ নিয়ে সঠিক বিবৃতি না দিয়ে ভুল তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করেছেন। এসব অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে পদত্যাগ করতে বলা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, নিজের কার্যালয়ের কম্পিউটারে পর্নো ভিডিও ডাউনলোড করা কিংবা দেখার বিষয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলো বরাবরই অস্বীকার করে এসেছেন ডেমিয়ান। কিন্তু তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে, তিনি যেসব তথ্য দিয়েছেন সেগুলো সঠিক ছিল না। ২০১৫ সালে লেখিকা কেট মাল্টবির সঙ্গে খারাপ আচরণের কারণেও ক্ষমা চেয়েছেন ড্যামিয়ান।

থেরেসা মের অনুরোধেই অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন এই উপপ্রধানমন্ত্রী।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here