ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেইর বলসোনারো

0
265

খবর৭১:ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডানপন্থী নেতা জেইর বলসোনারো। শপথ গ্রহণ শেষে দেয়া ভাষণে বৈষম্যহীন, ঐক্যবদ্ধ ব্রাজিল গড়ার অঙ্গীকার করেন তিনি।

একইসঙ্গে, ব্রাজিলকে ঢেলে সাজানোরও প্রতিশ্রুতি ব্যক্ত করেন বলসোনারো। দেশ ও জনগণের স্বার্থে যেকোনো ত্যাগে প্রস্তুত বলেও জানান নবনিযুক্ত এ প্রেসিডেন্ট।
উদ্বোধনী ভাষণেই ব্রাজিলের দুর্নীতি ও সহিংসতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করেন ৬৩ বছর বয়সী এ নেতা।
প্রেসিডেন্টের পাশাপাশি এদিন শপথ নেন মন্ত্রীসভার সদস্যরাও।
এর আগে, গেল বছরের ২৮ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী ওয়ার্কার্স পার্টির ফার্নান্নেদা হাদ্দাকে হারিয়ে বিজয়ী হন সাবেক সেনা কর্মকর্তা বলসোনারো। নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সবসময় ব্রাজিলের পাশে রয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here