ব্রহ্মপুত্র নদের ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে- পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

0
298

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বুধবার (২০ মার্চ) কুড়িগ্রামের রৌমারী, রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ও উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

সাহেবের আলগা নদী ঘাটে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।এসময় প্রতিমন্ত্রী বলেন,ভাঙন কবলিত মানুষের দুঃখ-দুর্দশা আর থাকবে না।ব্রহ্মপুত্র নদের ভাঙনের সমস্যা দূর করা হবে।ইতিমধ্যে নদী খননের কাজ শুরু হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন,কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন,কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম,উলিপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ প্রমুখ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here