বোমারু মিজানকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
279

খবর৭১ঃ প্রিজন ভ্যান থেকে পালিয়ে ভারত যাওয়া বোমারু মিজানকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ভারতের সাথে কথাবার্তা চলছে খুব শিগগিরই তাকে দেশে আনা হবে।’

শুক্রবার (১০ আগস্ট) রাজধানীর তেঁজকুনীপাড়ার তার বাসায় হিজরাদের নিয়ে অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

এর আগে সোমবার ব্যাঙ্গালুরুর এক গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংয়ের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আরও দুই জঙ্গির সঙ্গে বোমারু মিজানকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। বাকি দুই জঙ্গি ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন সালেহীন ওরফে সানি ও রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ। পরে গভীর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন রাকিবুল হাসান। বোমারু মিজানের খোঁজ পাওয়া গেলেও খোঁজ পাওয়া যায়নি সালেহীনের।

২০০৫ সালে সারাদেশে বোমা হামলা চালানোর সময় চট্টগ্রামে হামলাগুলোতে নেতৃত্ব দেন এই মিজানই। হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত, বিচারাধীন ১৮ মামলার আসামি। মিজান তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিল। তার বাড়ি জামালপুরের মেলান্দহে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বিভিন্ন চিহিৃত সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। তাদের ফেরত আনার ব্যাপারে আমাদের কথাবার্তা চলছে। সন্ত্রাসীদের ফেরত আনার বিষয়টি চলমান। তাদের সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফেরত দেয়ার সম্মত হলে আমরা তাদের ফিরিয়ে নিয়ে আসবো। খুব শিগগিরই ভারতে গ্রেফতার হওয়া বোমারু মিজানকে দেশে ফিরিয়ে আনা হবে।’

হিজরাদের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আমার কাছে শপথ নিয়েছে। তারা পার্ক ও রাস্তাঘাটে চাঁদাবাজি করবে না। তাদের জন্য আমরা একটা রুপরেখা করেছি। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

হিজড়াদের বিভিন্ন এলাকার সর্দাররা যারা মন্ত্রীর কাছে শপথ নিয়েছেন তারা রাজধানীতে আজ থেকে কোন প্রকার চাঁদাবাজি করবে না। তবে কোনো বাসায় নতুন সন্তান জন্ম নিলে তার বকশিস গ্রহণ করবে বলে জানায়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here