বেহেলীর গুচ্ছ গ্রামের অসহায় পরিবারদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক

0
637

মো: আখতারুজ্জামান তালুকদার.জামালগঞ্জ:-
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রহিমাপুর গুচ্ছ গ্রাম পরিদর্শন ও গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। গত বৃহ:বার বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরিদর্শন ও মতবিনিময় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান,উপজেলা সহকারী কমিশনার ভুমি মনিরুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান হাফিজা আক্তার দিপু। অনুষ্টানে ফেনারবাকের ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার,সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ,বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার,জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী,উপজেলা প:প: কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,রহিমাপুর গুচ্ছ গ্রামকে মডেল ও আর্দশ গ্রাম করার উদ্দ্যোগ গ্রহন করা হবে। গুচ্ছ গ্রামের সকলকে এক হয়ে নিয়মিত সমিতির সভা ও কার্যক্রম আরো গতিশিল করতে হবে। গুচ্ছ গ্রামের সকল পরিবারের জোরালো দাবীর পেক্ষিতে গ্রামের পুকুরটি ইজারা প্রথা বাতিল করে গ্রামবাসীকে উন্মুক্ত করে দেবার ঘোষনার পাশাপাশি সকলকেরই অবাধ ব্যবহার নিশ্চিত করার আহবান জানান ও সমিতির ঘরে একটি টেলিভিশন দেবার প্রতিশ্রুতিও দেন তিনি।গুচ্ছ গ্রামের মসজিদ মন্দির উন্নয়নে ও নলকুপ স্থাপনের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
গ্রামবাসীর পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র পাল,অনন্ত দাস,পিযুশ পাল,প্রধান শিক্ষক মৃদুল পাল প্রমুখ বক্তব্য রাখেন।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here