বেলকুচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০১৮ উপলক্ষে আলোচনা সভা

0
217

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রবিবার ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানানদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী আন্দোলনরত বাঙালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীর ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে। এরই আলোকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ – ৫ (বেলকুচি -চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রেজা, উপজেলা প্রকৌশল বিভাগের প্রকৌশলী মাঈন উদ্দিন, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন প্রামাণিক প্রমুখ। এ ছাড়া বেলকুচি উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here