বেলকুচিতে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

0
306

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৮ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করছে।

মঙ্গলবার সকাল বেলকুচি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফলদ বৃক্ষ মেলা-২০১৮ উপলক্ষে সকাল ১১টার সময় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ চত্ত্বরে এসে শেষ হয়।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্যাণ প্রসাদ পালের সভাপতিত্ব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এ, বি, এম, নূরল হক প্রমুখ।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here