বেনাপোলে স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

0
191

জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধি:
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থে‌কে ৪৫০ গ্রাম স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার সকালে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনাপুর উপজেলার জগতিপোতা গ্রামের হিরা চাওয়ের ছেলে সুজির চাও এবং কলকাতার হাওড়া উপজেলার ১৮০/৪ আইসি বসু রোডের রাম প্রদারামের ছেলে সদানন্দ।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে আমড়াখালী বিজিবি চেকপোস্টে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি করে সন্দেহভাজন ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৬৩০ রুপি এবং বাংলাদেশি ২৫ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটকদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here