বেনাপোলে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৩২০ বোতল ফেনসিডিল ও ২১ অবৈধ অনুপ্রবেশকারি আটক

0
267

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলে পৃথক অভিযানে আলামিন নামে এক মাদক ব্যবসায়ীকে ৩’শ ২০ বোতল ফেন্সিডিল ও ২১ অবৈধ অনুপ্রবেশকারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার ভোর ৪ টা থেকে ৬ টা পর্যন্ত ২১ বিজিবি ব্যাটালিয়নের টহল দল পৃথক অভিযানে এ ফেন্সিডিলের চালানসহ মাদক ব্যবসায়ী ও অবৈধ অনুপ্রবশকারিদের আটক করেন।

এ বিষয়ে ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির টহল দল বারোপোতা মোড়ের মাঠে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা ৮ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ শিশুকে আটক করেন। অপরদিকে ভারতের ইছামতি নদী পার হয়ে ফেন্সিডিলের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশকালে আলামিন নামে এক মাদক ব্যবসায়ীকে ৩’শ ২০ বোতল ফেন্সিডিলের চালানসহ আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত আলামিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুর ইসলামের ছেলে এবং অবৈধ অনুপ্রবেশকারিদের বাড়ি শরীয়তপুর, মাগুরা, মাদারীপুর, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন অ লে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই শাহিন ফরহাদ নিশ্চিত করে বলেন আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here