বেতন ভাতার দাবিতে চুয়াডাঙ্গার পৌর কর্মকর্তা-কর্মচারীর কর্মবিরতি পালন

0
294

আব্দুস সালাম, চুয়াডাঙ্গা  প্রতিনিধি : রাষ্ট্রীয়কোষাগার থেকে বেতনভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪টি পৌরসভার সার্ভিস এ্যাসোসিয়েশন এ কর্মসূচি পালন করে।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের ডাকে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক টিকাদান সুপারভাইজার আলী হোসেন। জীবননগর পৌরসভায় এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদা খাতুন, কামরুজ্জামান খোকা, জামাল হোসেন, সরাফাত হোসেন, তরিকুল ইসলাম,পলক ও বিলকিস । দর্শনা পৌরসভার এ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুমি আলম পলাশ, জেলা শাখার সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, প্রকৌশলী আব্দুস সামাদ, সরোয়ার হোসেন, মমিনুল ইসলাম ও তছের আলী। আলমডাঙ্গা এ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আলী, সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম। পূর্ণ দিবস কর্মবিরতি চলাকালে ৪টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করেন। কর্মবিরতির কারণে জেলার সকল পৌরসভার নাগরিকদের সেবা পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here