বেগম খালেদা জিয়াকে বন্দী করার প্রতিবাদে শরীয়তপুর জেলা বিএনপি’র স্মারক লিপি প্রদান

0
245

শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রশাসকের বরাবরে স্মারক লিপি প্রদান করেছে শরীয়তপুর জেলা বিএনপি। রবিবার সকালে (১৮ ফেব্রুয়ারী ২০১৮) এ স্মারক লিপি প্রদান করা হয়। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন ও সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু’র স্বাক্ষরিত এ স্মারক লিপি জেলা প্রসাশক মোঃ মাহমুদুল হোসাইন খানের হাতে তুলে দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ (আসলাম)। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, ফজলুল করিম মিয়া, মোফাজ্জেল হোসেন ফকির, বিএম হারুন অর রশীদ, যুগ্ম সাধারন সম্পাদক দুলাল খান, ভিপি অ্যাড. মনিরুজ্জামান খান দিপু, মাহবুব মোর্শেদ টিপু, বিএম মহিউদ্দিন বাদল, আইন সম্পাদক অ্যাড. লুৎফর রহমান ঢালী, যুব বিষয়ক সম্পাদক ইজাজুল ইসলাম খান মামুন, সহ-প্রচার সম্পাদক অ্যাড. মৃধা নজরুল কবির, স্বেচ্ছাসেবক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, সহ-কৃষি বিষয়ক সম্পাদক বাবুল খান, বিএনপি নেতা সামসুল হক ঢালী, মোবারক ঢালী, নান্টু খান, মজিদ মাদবর, অ্যাড. শাহাদাত হোসেন, মাসুদ দেওয়ান, ছাত্রনেতা মাহবুব আলম খায়ের, জিয়াউল হক মোল্যা, অ্যাড. জাফর ইকবাল মাসুদ, জিল্লুর রহমান সৈকত প্রমূখ।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে, জাল নথির ওপর ভিত্তি করে সাজানো মামলায় প্রতিহিংসামূলক বিচারে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে বন্দী করা হয়েছে। বানোয়াট মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে সাজা প্রদান সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এছাড়াও আরও বিভিন্ন বিষয় উল্লেখ করে শরীয়তপুর জেলা বিএনপির নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান এবং তাঁর ওপর সব ধরনের নির্যাতনমূলক কর্মকান্ড থেকে সরকারকে বিরত থাকার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে আহবান জানান।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here