বেঁচে থাকলে সব হিসাব নেবো: মোদীকে মমতা

0
329

খবর৭১ঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া হুঁশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘মনে রেখ মোদীবাবু, যত চুরি করেছো, যত ডাকাতি করেছো, যত দুর্নীতি করেছো- তার বিচার হবেই। আর বেঁচে যদি থাকি ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গণ্ডায় হিসাব নিয়ে ছাড়বো।’

ভারতের লোকসভা নির্বাচনে সোমবার (৮ এপ্রিল) জলপাইগুড়ির নাগরাকাটায় প্রথম দফা ভোটগ্রহণের শেষ মুহূর্তের প্রচারে যোগ দিয়ে এভাবেই মোদীকে এক হাত নেন মমতা।

মোদীকে লক্ষ্য করে মমতা বলেন, ‘আমি মমতা, ভাঙি কিন্তু মচকাই না। লড়াই করি, কিন্তু মাথা নত করি না। আমরা লড়াই করেই বেঁচে ছিলাম, বেঁচে থাকব।’

নাগরাকাটায় প্রচারণা শেষ করে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভায় যোগ দেন মমতা।

গতকাল রবিবার ওই রাসমেলা ময়দানেই মমতাকে ধুয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ওই জনসভায় মমতার উদ্দেশ্যে মোদী বাক্যবাণ ছুড়ে বলেছিলেন, ‘আপনারা যত বেশি ‘মোদী মোদী’ স্লোগান দেবেন তত বেশি অন্যদের ঘুম হারাম হবে। আপনারা কি জানেন- দিদি (মমতা) এখন রাতে ঘুমোতে পারেন না। দিদির চোখে ঘুম আসে না। দিদির ঘুম হারাম হয়ে গেছে।’

এসময় আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের উন্নয়নের ‘স্পিড ব্রেকার’ উল্লেখ করে মোদী বলেন, ‘ভোটে পরাজয়ের ভয়ে উনি (মমতা) এখন আমার কর্মকর্তা ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছেন।’

মোদীর সেই ভাষণেরই কড়া জবাবে সোমবার মমতা বলেন, ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় শুনেছি। এত মিথ্যা কথা বলতে এর আগে কোনও মোদীবাবুকে শুনিনি।’

মমতা এদিন মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আমি মিথ্যে কথা বললে হামাগুড়ি দেব। আর আপনার (মোদী) মিথ্যে ধরা পড়লে আপনাকেও হামাগুড়ি দিতে হবে।’

মমতা আরও বলেন, ‘মানুষের জন্য আমরা যে কাজ করেছি, তার এক শতাংশও কাজ কি (মোদীবাবু) আপনি করেছেন?’

মোদীকে ব্যক্তিগত আক্রমণ করে মমতা বলেন, ‘আপনি কখনও নিজের স্ত্রীকে দেখেছেন? তার প্রতি ন্যায়বিচার করেছেন? তাকে পূর্ণ অধিকার দিয়েছেন? যার নিজেরই সংসার নেই, সে দেশকে কী দেখবে?’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here