বিশ্বের সবচেয়ে দূষিত সকাল ঢাকার

0
410
বিশ্বের সবচেয়ে দূষিত সকাল ঢাকার

খবর৭১ঃ বায়ু দূষণে আজ ঢাকার সকাল দ্বিতীয় স্থানে ছিল। বেলা যত গড়িয়েছে তা কমে ছয় নম্বরে এসে ঠেকেছে। তবে দূষণের দিকে কলকাতা-করাচী থেকে এখনো এগিয়ে রয়েছে ঢাকা।

রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজুয়ালের ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়। সেখানে বলা হয়, রবিবার ঢাকার সকালে দূষণের পরিমাণ ছিল ২৩৭ পিএম। আর ২৪০ পিএম নিয়ে প্রথম স্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাটোর। ১৯৭ পিএম নিয়ে আফগানিস্তানের কাবুল ছিল তৃতীয়।

দুপরের দিকে এসে বায়ু দূষণের মাত্রা কমে ঢাকা তালিকার ষষ্ঠ স্থানে চলে আসে। এসময় ঢাকায় বায়ু দূষণের পরিমাণ ছিল ১৬১ পিএম। আর কলকাতার ১৬০ এবং পাকিস্তানের করাচীর ১২৪ পিএম। লাহোরে ১৫৯ পিএম। তবে চীনের সাংহাই ১৬৩ পিএম নিয়ে ঢাকা থেকে এগিয়ে আছে।

উল্লেখ্য, ২৩৭ পিএম বায়ু দূষণ খুবই অস্বাস্থ্যকর। বিশ্বের বিভিন্ন দেশ এরকম পরিস্থিতিতে নানা ধরনের সতর্কতা জারি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here