বিশ্বকাপের ‘সারপ্রাইজ প্যাকেজ’ আফগানিস্তান: টেন্ডুলকার

0
374

খবর৭১ঃ
অপেক্ষার প্রহর শেষ! কাল বাদে পরশুই মাঠে গড়াচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ২০১৯ আসরে অংশ নিচ্ছে ১০ দল। ১২তম ক্রিকেটের সর্বোচ্চ আসরে আফগানিস্তানকে ‘সারপ্রাইজ প‍্যাকেজ’ হিসেবে দেখছেন শচীন টেন্ডুলকার।

সাংবাদিকদের ভারতীয় ক্রিকেট কিংবদন্তী বলেন, এবার একটি দল চমকে দেবে। এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পিন আক্রমণ ওদের। ক্রিকেটের এবারের বৈশ্বিক টুর্নামেন্টে ‘সারপ্রাইজ প‍্যাকেজ’ আফগানিস্তান। এ বছর গোটা টুর্নামেন্টে চমক দেখাবে আফগানরা।

৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর ১ জুন বিস্ট্রলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে আফগানিস্তান।

এবার গুলবাদিন নাইবের নেতৃত্বে বিশ্বকাপ অভিযানে নামবে যুদ্ধবিধ্বস্ত দেশটির দলটি। তারা প্রথম বিশ্বকাপে খেলে ২০১৫ সালে। সেবার তাদের পারফরম্যান্স ছিল রীতিমতো প্রশংসনীয়। অভিষেক সাক্ষাতেই হারিয়ে দিয়েছিল স্কটল্যান্ডকে।

এবার আরো পরিণত রশিদ-নবী-মুজিবরা। ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটের আঙিনায় বিশেষ পরিচিতি লাভ করেছেন তারা। ১০ দলের টুর্নামেন্টে ক্রমতালিকায় সবশেষ হিসেবে শুরু করলেও বড়ো দলগুলোকে চমকে দিতে পারে ওরা। এমনটাই মনে করেন টেন্ডুলকার।

সবশেষ এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলংকাকে হারানোর পাশাপাশি ভারতের বিপক্ষে টাই করে আফগানিস্তান। শুধু তাই নয়। ইতিমধ্যে প্রথম প্রস্তুতি ম‍্যাচে পাকিস্তানকে হারিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ক্রিকেটের উদীয়মান এ শক্তি।

অধিকাংশ ক্রিকেট বিশ্লেষক বলছেন, এ মেগা ইভেন্টে যেকোনো অঘটন ঘটাতে পারে নাইব বাহিনী।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here