বিজেপির থিম সং নিষিদ্ধ

0
345

খবর ৭১ঃ থিম সং বিতর্কে কড়া পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। বিখ্যাত গায়ক ও দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়র গানের প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন। বাবুল সুপ্রিয়র গাওয়া গানটি সামনে আসতেই বিতর্ক দানা বাঁধে। ভাইরাল হয়ে যায় গানটি। অভিযোগ, ‘ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল’ শীর্ষক এই গানের ছত্রে ছত্রে সমালোচনা করা হয়েছে রাজ্য সরকারের। নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য তৈরি করা হলেও, এই গান প্রকাশের আগে কমিশনের অনুমতি নেননি বাবুল।
মিডিয়া সার্টিফিকেশন ছাড়া কেন থিম সংটি ইউটিউবে তুলেছেন, সে প্রশ্ন তুলে এরপরই বাবুল সুপ্রিয়কে শোকজ করে নির্বাচন কমিশন। শোকজের প্রেক্ষিতে বাবুল দাবি করেন, গানটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। গানটি নিয়ে পরামর্শ নিতে হোয়াটসঅ্যাপে কয়েকজন দলীয় কর্মীকে পাঠিয়েছিলেন তিনি। সেখান থেকেই ছড়িয়ে পড়ে গানটি। তিনি নিজে গানটি প্রকাশ্যে আনেননি। মিডিয়া সামনে এনেছে।
কিন্তু বাবুলের সেই উত্তরে খুশি হয়নি কমিশন। পশ্চিমবঙ্গের আসানসোল থেকে লোকসভায় বিজেপি প্রার্থীর সেই যুক্তি খারিজ হয়ে যায় তারই করা একটি টুইটে। যেখানে দেখা যায়, বিজেপির থিম সংটি রেকর্ড করছেন বাবুল সুপ্রিয়। রেকর্ডিংয়ের পর অডিও চেক করছেন তিনি। টুইটে একটি ভিডিও শেয়ার করে বাবুল লিখেছিলেন, ‘খুব আনন্দ হচ্ছে। আপনাদের সবার জন্য বিজেপির থিম সং রেকর্ডিংয়ের এক ঝলক রইল। অমিত চক্রবর্তীর লেখা এই গানে সুর দেওয়া একটা দারুণ অভিজ্ঞতা। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে আমাদের এই গান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here