বিচারালয়ে ‘সিনহা আতঙ্ক’ বিরাজ করছে: খোকন

0
393

খবর৭১: বিচার বিভাগে এখন বিচারপতি সিনহা আতঙ্ক বিরাজ করছে মন্তব্য করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাহসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সরকারের মনমতো রায় না দেয়ায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তাই সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলায় বিচারকরা ‘সিনহা আতঙ্কে’ ভুগছেন।

রবিবার (৬ মে) সুপ্রিম কোর্টের ল’রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সকল বারে সোমবার অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান বিএনপির এই নেতা।

খোকন বলেন, সরকার দুদককে (দুর্নীতি দমন কমিশন) ব্যবহার করে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলায় তিনি বর্তমানে জেলে আছেন। তিনি দেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী। গতকাল (শনিবার) আমরা পাঁচ আইনজীবী তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা জেনে এসেছি তিনি অসুস্থ। তাই তার মুক্তির দাবিতে দেশের সব বারগুলোতে কর্মসূচি ঘোষণা করেছি।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here