বিএনপি মাদক বিরোধী অভিযান চায় তবে সেটা নন পলিটিক্যাল হতে হবে: ফখরুল,

0
324

সোহেল পারভেজ,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিএনপি মাদক বিরোধী অভিযান চায় তবে সেটা নন পলিটিক্যাল হতে হবে, ক্রসফয়ার নয়। অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। ইতো মধ্যে দেশের মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। দেশে এক প্রকারের যুদ্ধ ঘোষনা করা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের তাতীপাড়া পৈত্বিক বাড়িস্থ নিজবাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
আসন্ন গাজীপুর সিটি নির্বাচ কে সরকার গোলকধাধার মধ্যে ফেলেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গাজীপুরের পুলিশ সুপার চিহ্নিত আ’লীগের। তাকে রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারেনা।
জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয় সংসদ নির্বাচন হতে পারেনা। তাঁকে মিথ্যা, সাজানো মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। সরকার তাঁকে জামিন দিতে বিঘিœত ও গরিমসি করছে।
মির্জা ফখরুল এ সরকারকে জনবিচ্ছিন্ন হয়ে পরেছে মন্তব্য কওে বলেন, দেশে গণতন্ত্র নেই। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রন করে চলছে বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবের সময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here