বিএনপি নেতা খসরুকে ১০ সেপ্টেম্বর দুদকে তলব

0
248

খবর৭১ঃঈদের ছুটির কারণে তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রস্তুতি নিতে না পারার কারণ দেখিয়ে দুদকে উপস্থিত হতে এক মাসের সময় চেয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী

মঙ্গলবার তার হাজির হওয়ার কথা ছিল। পরে তার আবেদনের ভিত্তিতে পুনরায় হাজির হওয়ার জন্য নতুন করে আগামী ১০ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, সকালে তার চিঠি পেয়েছি। এতে ঈদের ছুটির কারণে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করতে না পেরে প্রস্তুতি নিতে না পারার কথা জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রসঙ্গত, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে মঙ্গলবার তলব করে গত ১৬ আগস্ট নোটিশ দেয় দুদক। দুদকের পরিচালক কাজী শফিকুল আলম বিএনপির এই নেতার বিষয়ে অনুসন্ধান করছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here