বিএনপির সাথে সংলাপের প্রয়োজন নেই: কাদের

0
299

খবর৭১: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি শুক্রবার (২২ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলে ৫ জানুয়ারীর নির্বাচনে অংশ না নিয়ে সহিংসতার পথ বেছে নিয়েছিল। আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি নানা কৌশলের আশ্রয় নিচ্ছে। আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোন সংলাপের প্রয়োজন নেই।’

এবার বিএনপিকে করুণাও করা হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই।’

অন্য কোনো বিবেচনা থেকে বিএনপিকে অন্তবর্তী সরকারে রাখা হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সুস্পষ্ট বক্তব্য নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি কী চায় সেটা তারা নিজেরাও জানে না। আমরা কী চাই সেটা সুস্পষ্ট। আমরা চাই সংবিধানের নির্দিষ্ট অরবিটের মধ্যে থেকে আগামী নির্বাচন হবে।’

গত জাতীয় সংসদ নির্বাচনের আগের অন্তবর্তী সরকারে অংশগ্রহণ করতে বিএনপির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গতবার ট্রেন মিস করেছে। গতবার তাদের আসার আমন্ত্রণ জানানো হয়েছিলো। সেসময় তাদের প্রত্যাখানের ভাষা আজও আমাদের কানে বাজে। এবার (আগামী সংসদ নির্বাচন) আর গতবারের মতো জ্বালাও-পোড়াও করার সুযোগ দেওয়া হবে না ‘

নির্বাচনকালীন সরকারে নিরপেক্ষ প্রতিনিধি রাখতে বিএনপির দাবি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নিরপেক্ষতা বলতে কি বোঝায়? বিএনপির কাছ থেকে নিরপেক্ষতার সংজ্ঞা জানতে চাই। তাদের লোক হলে নিরপেক্ষ নইলে কেউ নিরপেক্ষ না।’

বৈঠকে শনিবার (২৩ জুন) গণভবনে দলের বর্ধিত সভার প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়। সেই প্রস্তুতি সম্পর্কে কাদের বলেন, ‘এতো বড় বর্ধিত সভা আর কখনো হয়নি। আগামীকাল (২৩ জুন) গণভবনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় চার হাজার ১ শত ৫৭ জন উপস্থিত হবেন। এরপর সারাদেশের ইউনিয়ন পরিষদের সভাপতি- সাধারণ সম্পাদক এবং দলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ডাকা হবে। সেখানে প্রায় ১৩ থেকে ১৪ হাজার উপস্থিতি হবে। এর আগে গত বছরের মে মাসে বর্ধিত সভা হয়েছিল।’

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here