বিএনপির আরও ১৭ নেতা বহিষ্কার

0
298

খবর৭১ঃ তৃণমূলের আরও ১৭ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃংখলার বিরুদ্ধে অবস্থান নেয়ায় ১৭ জনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরণের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তারা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, খুলনা জেলা বিএনপির উপদেষ্টা মোল্লা মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম পারভেজ, নবীনগর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মুছেনা বেগম, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সদস্য শামীমা আক্তার, ময়মনসিংহ উত্তর জেলার ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য ফজল হক, জেলা বিএনপির সদস্য নাসিমা আক্তার রুবি, সদস্য মনোয়ারা বেগম, বিএনপি নেতা ও সদস্য জেলা আইনজীবী ফোরাম অ্যাডভোকেট কামরুজ্জামান কিরণ, মাগুরা জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খান বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য নার্গিস সুলতানা, কুষ্টিয়া জেলাধীন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান আলী, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য মো. আনোয়ারুল আজিম বাবু, ভেড়ামারা উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোছা. ইন্দোনেশিয়া, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য গাজী আবদুল হালিম এবং রাঙামাটি জেলা বিএনপির সদস্য অর্জুন মনি চাকমা।

এর আগেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলায় নির্বাচন করায় শতাধিক নেতাকে বহিষ্কার করে বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here